চিহ্ন কবিতা১
ভাবছি এর পর থেকে চিহ্ন দিয়ে কবিতা জাতীয় কিছু একটা করবার চেষ্টা করবো _ এমন করে 👇👇👇
🏁 (ফ্ল্যাগ) ওড়ে
♒ (স্রোত) এর উল্টো দিকে ভেসে
⏳ (বালিঘড়ি) র তালে
🔫 (পিচকিরি পিস্তল) এর আগায়
🛡 (ঢাল) বুকে বেঁধে এ কেমন বাঁচা
🔌 (প্লাগ) লাগানো আছে বটে
তবুও 💡 (বাল্ব) জ্বলে না
🔋 (ব্যাটারি) ডাউন হলেই
🛠 (হাতুড়ি রেঞ্জ) নেওয়া চলে
📬 (লেটারবক্স) এর কাছে
📍(ললিপপ) হাতে
🔖 (নোটিশ) যতই টাঙানো থাক
✂ (কাঁচি) যতই টালানো যাক
🔍 (আতশকাঁচ) এ খুঁটলেও
🛶 (ভেলা) তে ভাসা সহজ নয়
বরং তার চেয়ে 🏋♀ (ওয়েটলিফ্টিং) ভালো
আর ভালো 🍺 (বীয়ার) টেনে
🕸 (মাকড়ষা জাল) এর দিকে
🐚 (শামুক) এর মতো হামাগুড়ি দেওয়া
জানি না
কেউ কিছু 🤷♂ (ভাব) লে কিনা
@ রা জে ন্দ্র / ১২ । ০৭ । ২০১৭
Comments