বৃষ্টি ....

বৃষ্টি .. বৃষ্টি .. বৃষ্টি ..

সপ্তাহ জুড়ে প্রবল ধারাপাত শুরু হয়েছে

বিরামহীন ক্লান্তিহীন

কাঠের দরজা কাঁচের জানলা বন্ধ করে এখন শুধু চুপ করে বসে থাকা

দুপুরে গরম গরম খিচুড়ি আর পাঁপড়ভাজা

সন্ধ্যায় দেশি মুড়ি সহযোগে গরমা গরম তেলেভাজা

দিনভর নিজের ভিতর নিজেকে আচ্ছন্ন রাখা

এ যেন বাবা মহাদেবের দুই ছিলিম প্রসাদী ভালোবাসা

সমস্ত আবেগ এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে আছে

সামনের উঠানে হাঁটু সমান জলে ক্রমাগত ঢেউ খেলছে

মাঝে মাঝে যেন ফুলে ফেঁপে ফুঁসে উঠতে চাইছে

আমরা এই শান্তির সমতলে ঘরবাড়ি বেঁধে বসে আছি কয়েক দশক যাবৎ

এই সাময়িক অন্ধের মত ফেঁপে ওঠা বৃষ্টির জলের শক্তি পরীক্ষা করতে মন চাইছে না

বেশ বুঝতে পারছি যে আর কটা দিন এমনতর চললেই মহাপ্রলয় আসন্ন

তখন ডিঙি নৌকাই হবে একমাত্র ভরসা

এই সময় দরকার ছিল দীঘার সমুদ্রতটে বসে ছাউনির নীচে বসে ডাবের জল সহযোগে রাশিয়ান দিশি মদ 'ভদকা'

জেলেদের সাথে মাছ ধরতে যাওয়াও মন্দ নয়

নৌকার ছাউনির ভিতরেই থাকবে রান্নার সব সরঞ্জাম

জলের বুকে নৌকা নোঙর করা থাকবে

মাছ তুলে ভেজে বীয়ার দিয়ে খেলে স্বর্গের সিঁড়ি চড়বার সাধও আর হবেনা কখনো

প্রায় অন্ধকার কুচকুচে কালো মেঘে ঢাকা আকাশে আলোর রোশনাই ঝলসে ওঠে মাঝে মাঝেই

অনতিদূরেই মুখোমুখি বাড়ির নারকেল আর সুপারী গাছের একে অন্যের সাথে গায়ে গা দুলিয়ে অট্টহাসি দেখে হিংসে হয় বড়ো

ওরা যেন আমার চেয়েও অনেক ভালো আছে

আমার মাথা ভার নাক বন্ধ

গা হাত পা যেন কেউ চিবুচ্ছে

ছিবড়ে করে দিচ্ছে গোটা শরীর খানা

নাকের সাথে সর্বক্ষণের সঙ্গী হয়েছে একখানা হাল্কা 'রে ব্যান্' ফ্রেমের 'ক্রিসাল' এর 'প্রোগ্রেসিভ লেন্সে'র চশমা

সদ্যকাটা মাথার কদমছাঁট চুলের সাথে সেটা যে কতখানি বেমানান তা একমাত্র বিধাতাই জানেন

ভাবছি এমন দুর্যোগের দিনে সব মোবাইলের টাওয়ার গুলো বসে গেলে কেমন হয়

কেমন হয় সব কিছু থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে কিছুদিন নীরবতার সাথে বিশ্রাম করলে

দয়া করে কিছু ভেবে নেবেন না যেন

এতক্ষণ মজা করছিলাম 😊😊😊

@ রাজেন্দ্র / ১৫ । ০৭ । ২০১৭

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি