সন্ত্রাসবাদী মানেই কি আজকাল হিন্দু বলা চলে ?

অনির্বান দাশগুপ্ত এর পোষ্ট :-

আচ্ছা, এ আর রহমানের আগের নাম কি ছিল... ?

      কি জানি, সেটা তো কোনদিন শুনিনি।

এ এস দিলীপ কুমার  কে চেনেন কেউ? কে এই ব্যক্তি ??
চেনেন না !!

এইবার বলুন A R Rahaman এর নাম নিশ্চয়ই শুনেছেন।

ধর্ম পরিবর্তনের পর দিলীপ কুমার মিডিয়া বা সংবাদপত্রে কিন্তু এ আর রহমান নামেই পরিচিত।

অথচ দেখুন কি পরিহাস

সন্দীপ শর্মা ধর্ম পরিবর্তনের পর আদিল নাম গ্রহণ করে।

(সে ইলিয়াস আদিল নামেই কাশ্মীরে থাকতো) এবং হয়ে ওঠে কুখ্যাত সন্ত্রাসবাদী।। অথচ মিডিয়া বা সংবাদপত্রে সে এখনো সন্দীপ শর্মা নামেই পরিচিত।।

এটাকে বলে ভেজালহীন হিপোক্রেসি।

আচ্ছা, আবু রুমায়েশ এর নাম শুনেছেন কি... ? 

      মনে হচ্ছে যেন কোথাও শুনেছি , ঠিক মনে পড়ছে না।

আচ্ছা, সিদ্ধার্থ ধর ?

      হ্যাঁ, এইবার মনে পড়েছে, ঐ 'হিন্দু' জঙ্গী গুলি তো?

দেখলেন তো, আসলে সন্ত্রাসের কোন ধর্ম নেই ।

আচ্ছা, সঙ্গীত শিল্পী এ আর রহমান তো হিন্দু,  কবীর সুমনও? তাই না?

       আরে কি বলছেন, তাঁরা  তো মুসলমান, হিন্দু ধর্ম ত্যাগ করেছেন।

আচ্ছা, তাহলে সিদ্ধার্থ ধর বা সন্দীপ শর্মারা হিন্দুু ধর্ম ছেড়ে আবু রুমায়েশ আর আদিল হয়ে যাওয়ার পরও হিন্দু থাকে কি ভাবে ?

   আমরা এমনিতে এতদিন জেনে এসেছি সন্ত্রাসবাদীদের নাকি কোন ধর্ম হয় না,

কিন্তু এখন মিডিয়ার দৌলতে দেখছি সন্ত্রাসবাদীদের ধর্ম হলে শুধু হিন্দুই হয়।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি