ভালোবাসা যদি ABP
ভালোবাসা যদি সবুজ ধানক্ষেত হয়ে
জেগে ওঠে কালিন্দীর পাড়ে আর
বর্ষার ঘোলা জলে ডুবে যায় ভূতনীর চর;
হলুদ চাঁদের অশরীরি আলোয়
পেঁচারা সহবাসে ডুবে থাকে
অফুরান রাতভর ।
কলাই মুগ ডাল সরষে তিল তিসি;
মুখ তুলে জেগে থাকে কুয়াশায়,
অমাবস্যায় ।
ভালোবাসারা থেকে থেকেই
কখন যে হলুদ হয়ে যায় ।
তারপরে হয় আরো বর্ণহীন
আর তারপর মুছে যায়
তার জীবনের সমস্ত ঘ্রাণ ।
পাড় ভাঙা
চলতেই থাকে অফুরান ।
ক্ষীণ থেকে আরো ক্ষীণতর বায়ুহীন
নিস্পন্দ নিষ্প্রাণ ।
অবশেষে একেবারে বিলীন ।
তখনই বোঝা যায়
কে কার একমাত্র দায় ।
বন্যার ঢেউ তখন একান্তই অসহায় ।
বাঁচার একমাত্র উপায়
শুধু মড়ার মতো ভেসে থাকা
সূঁচ হয়ে খড়ের গাদায় ।
@ রাজেন্দ্র / ৩১ জুলাই, ২০১৭
Comments