শপাং শপাং
উত্তেজনা আর আক্রোশের
শপাং শপাং চলছেই ।
পিঠে জমতে থাকা
দগদগে কাটা ঘা গুলোর উপর
নুন ছেটানো জ্বালার দিব্যি _
তোমায় আমি
আর কিছুই ভেঙ্গে বলবো না ।
মারবে ? মারো ।
বার বার মারো
যাতে কালশিটে দাগ বসে যায় ।
মারো । যত প্রাণ চায় মারো ।
এতো বেশী মারো
যাতে ভয়ে মরা দূর হয়ে যায় ।।
- রাজেন্দ্র / ৩১ জুলাই, ২০১৭
Comments