আমার মা আসলে কে ? ABP

আমার 'মা' আসলে কে - রাজেন্দ্র ভট্টাচার্য্য
--------------------------

পাঁপড়ভাজা খেতে খেতে আজকাল
পাপোস কেনার কথা মনে হলেও
পথ ভুলে পৌঁছে যাই বই পাড়ায়

দাম বেশী দিয়ে হলেও
কফি হাউসের সস্তামানের কফিতে
চুমুক দিতে ভালো লাগে
যদি হাতে থাকে আধপোড়া সিগারেট

আজকাল আবার ধোঁয়া সচেতন
পাবলিকের মুখে কুন্ডলী ছাড়লেই
কেস জন্ডিস

সেই ধোঁয়া
হয় গিলে খেতে হবে নিজেকে
নয়তো শুনে নিতে হবে দেদার গালি

ভালোলাগার প্যারামিটার গুলো
বদলিয়ে যাচ্ছে রোজ

চুমু খেতে মন করলেও
মুখ ঘুরিয়ে ঠোঁট বুঁজে
গ্যাঁট হয়ে বসে থাকে
সদা সতর্ক ভালোবাসা

যেন আমি গা বেয়ে উঠে আসা
একটা মেঠো নর্দমার পোকা

নিজেকে মেটামরফোসিসের পোকা ভেবে
চুপচাপ গুম হয়ে থাকাই ভালো

লজ্জা শরম ভয় আর মেরুদন্ডখানা
একবাক্যে ব্যাঙ্ক লকারে জমা

সুবিধাজনক চাওয়া পাওয়ার
চুরি করা সম্পর্কগুলো
ভেঙে যাচ্ছে রোজ
চাইতে না চাইতেই

ডিফারেন্সিয়েশন্ আর ইন্টিগ্রেশনের মাঝে
তালগোল পাকানো পোড়া সলতের এই জীবনে
একমাত্র রবি ঠাকুরই এখন ভরসা

আমার আবার মোটা চামড়া আর
মুখোশ পরে থাকতে একদম ভালো লাগেনা

চামড়া নিয়ে যা রাজনীতি চলছে
আর মুখোশের কথা না হয় তোলাই থাক

আজকাল আবার বুঝে উঠতেও পারছিনা

আমার 'মা' টা আসলে কে _

@ রাজেন্দ্র / ৩১ জুলাই, ২০১৭

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি