SECULAR
সোস্যালি (S) এজুকেটেড (E) কালচারালি (C) ইউনাইটেড (U) লিব্যারালি (L) অ্যাবসোলিউট (A) রেভোলিউশনারি (R) - কর্মী মৌমাছিরা দলগত ভাবে একনায়ক রাণীর কেন্দ্রাতিক আকর্ষণের বশ্যতা স্বীকার করে কেমন করে নিরলস পরিশ্রম করে মধুপূর্ণ মৌচাকের একটা অতিকায় দূর্গ নির্মান করে তোলে, তা পরম বিস্ময়ের ব্যাপার বলে ভাবার কোন কারণ একেবারেই নেই । আসলে যাদের স্বাধীন ভাবে ভাবনা চিন্তা করবার ক্ষমতা নেই, তারাই অন্যের ভাবনার গোলামী করে বাঁচতে চায় ।
Comments