বলিরেখা
বলিরেখা — রাজেন্দ্র
—————
ব্যক্তিগত জননরেখার
আপাতন বিন্দুর উত্থানে
আশ্চর্য্য হয়ে ওঠার মত
কিছুই বাকি নেই আর
আলোয় ছায়ায় দ্বন্দ্বে
উপগত প্রত্যয়
রাত দিনের নিয়ম ছুঁয়ে
উবে যায়
মাটি আর আকাশের
স্পর্শক অতিক্রম করে
মহাজাগতিক খাদের
অক্লান্ত সীমানায়
ভেঙে পড়ে
বালির বাঁধের বলিরেখা
আর চূর্ণ বিচূর্ণ হয়
তোমার নিশ্বাস চেনার
একমাত্র নির্বিষ অহংকার
Comments