তাসের পাতা

তাসের পাতা - রাজেন্দ্র
--------------------------------

যতই বলিনা কেন মুখে

"ভাই ভাই আমরা"

ধর্মের জিগিরে
একসাথে না থাকতে পারিনি বলে

ভিটে মাটি ঘটি বাটি ফেলে

লাথি খেয়ে এপারে
উদ্বাস্তু হয়ে এলেও

"সীমান্তের কাঁটাতার মানি না"

গুগলের মানচিত্রে সীমানাটা দেখলেও

মানতেই হয়

নয়ত কেমন করে এখনও
মোহনবাগান ইস্টবেঙ্গল
ঘটি বাঙালে বিভেদ হয়

আমরাই তো বানিয়েছি সংবিধান

মেনেও তো নিয়েছি সব চুপচাপ

যে যার নিজের স্বার্থে

দরকারে আবার যতটা পারি
করেছি সংশোধন

আইন ও তো বানিয়েছি
"আমরা ভারতের জনগণ"

তবে এখন আবার
নতুন করে দরকার

নাগরিক হয়ে থাকার
অধিকার লঙ্ঘন

এদেশে ভোট বড় বালাই

যে করেই হোক না কেন

তাসের পাতায়
মনটা অবশ্যই জেতা চাই

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি