ঘুণাক্ষর অব্যয়
ঘুনাক্ষর অব্যয় — রাজেন্দ্র
————————————
কিছু শূন্য কে পরপর
ডানদিকে বাড়িয়ে নিলেও
বামদিকের প্রথমেই
একটা পূর্ণ সংখ্যা লাগে
সংখ্যাকে শূন্য দিয়ে
ভাগ করতে গিয়ে
অসীমের ঠিকানা সন্ধান
করতে করতে
প্রবেশ করে সংখ্যারা
সময় মেশিনের গর্ভগৃহে
যেখানে অজস্র সংকেত কণা
ধূলো জল আলো বাতাস মেখে
উপনীত হয়
গাছের পাতায়
শিরায় উপশিরায়
যেখানে চাঁদের আলো
না জানি কোন জাদুতে
কেমন করে মিশে যায়
ঘুঘুর ফুলে ওঠা
পালক রঙিন ডানায়
আর কেমন করে
ঝরে পরে
বিন্দু বিন্দু শিশির
কচি ঘাসে
ক্লোরোফিল আগায়
আর নেমে আসে
ঘুণ ধরা অনন্য অব্যয়
জোনাকিরা
আলো বেয়ে একে একে
প্রজাপতি মুখের
পরিযায়ী নামতা শুনবে বলে
Comments