রূপকথা নয়, ইতিহাস

রূপকথা নয়, ইতিহাস
———————————

হারিয়ে গেছে
কলহন রাজতরঙ্গিনী
কাশ্মীর ইতিহাস
উদ্বাস্তু পণ্ডিতের মতো

তক্ষশীলার মতোই
মুছে গেছে মহাকাব্যে আঁকা
গান্ধারীর গান্ধারও

এর আগেও হারিয়েছি আমরা
ভিটে মাটি ঘটি বাটি ফেলে চুপচাপ পালিয়ে আসা
তিন পুরুষ আগের জমিও

উদ্বাস্তু সংখ্যালঘু "বাঙাল"
শরণার্থী নামে পার করেছি
কাঁটাতার বেড়া ও

এদিকে আবার
বামিয়ানের তথাগতও
ভাঙ্গা পড়েছেন তালিবান রোষে
ত্রিপুরায় লেনিনের মতোই

দ্বিখণ্ডিত ভারতের
সেক্যুলার মন থেকে
ক্রমশঃ মুছে গেছে

ছাইচাপা আগুন পোড়া
রক্তস্নাত দেশভাগের
ইতিহাস বই

@ রাজেন্দ্র

৭ আগস্ট, ২০১৮

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি