মজে থাকো
আমি একশো শতাংশ নিশ্চিত ____
যেনাদের সোয়ামি ইস্তিরি
তাদের সঙ্গিনী বা সঙ্গীর
চুমু সহ
আদর সোহাগ সঙ্গম সুখ থেকে
মোটামুটি ভাবে বঞ্চিত _____
তাদের মতো অতৃপ্ত আত্মারাই
এমন অভব্যের মতো
মারধর গালিগালাজ করে
মনের জ্বালা যন্ত্রণা মেটান ____
রতিসুখে অতৃপ্তিই
তাদের মানসিক অস্বস্তির
মূল কারণ
নিজেরাও বা****** ছিঁড়ে
আটি বেঁধেছেন
আর বাকিদেরও
সেটাই করতে বাধ্য করছেন
কারণ ওই প্রেমিক প্রেমিকা
যদি আগামী দিনে
সোয়ামি ইস্তিরি হন ___
তারপর তাদের ছানা পোনা
আর বাদ বাকি বাড়ির লোকজন
তাদের মাঝে বাধার প্রাচীর তুলে দেন
দুজনেই দুজনের অপেক্ষা করেন __
কখন শ্বশুর শাশুড়ি
ভাসুর ননদ দেওর
খেয়ে দেয়ে চুমোতে যাবে
সরি __ ঘুমোতে যাবে
আর নিজেদের ছানা পোনারাও
কখন ঢলে এলিয়ে ঘুমিয়ে যাবে
তাও শান্তি নেই
যদি আবার
ঘুম ভেঙে জেগে ওঠে
এইভাবেই অপেক্ষায় অপেক্ষায় প্রহর কাটে
রাতের পর রাত কেটে ভোর হয়
তারপর দিন কেটে মাস
আর মাস কেটে বছর
ছেলে মেয়েরাও বড় সড় হয়
এরপর আবার ওদের বিয়ে থা
প্রেম করবার সোহাগ করবার
অত সময় সুযোগ শক্তি কোথায়
তাই
প্রেম আদরে ডুবে থাকার
উৎসবের শুভ সময় এখনই
ট্রেনে বাসে ট্রামে
ঝোপ ঝাড়ে লজে
বলাৎকার না করে
আদরে চুমুৎকারে থাকো মজে
@ রাজেন্দ্র
Comments