ধর্ষণ করলে

ধর্ষণ করলে ___
***************

মনে করুন __
বয়েস আমার এগারো

সুযোগ পেয়ে ধর্ষণ করে নিলাম

তারপর খুন করে ধরাও পড়লাম

তাতে কি

বড়লোক বাপ আমার
সব শালা কে কিনে বেচে নেবে

হি হি হি ____

ধরুন যদি টাকা নাও থাকে

নাবালক তো

ছাড়া তো পেয়েই যাবো

যেমন করে ছাড় পেয়ে গেল
নির্ভয়া কেসের ঐ আবাল গুলো

আজও শালারা দিব্যি বেঁচে বর্তে আছে

তারপর আবার
ঐ একই কম্মো

ততক্ষণে আমি সাবালক

তাতে কি

টাকা থাকলে জেলের বাইরে

আর না থাকলেও
সরকার তো আছেই

জামাই আদর করে জেলে
খাইয়ে পরিয়ে রাখবে

বাঁচিয়ে রাখবে
গণপিটুনির হাত থেকে

তারপর তো আর কথাই নেই

এক একবার করে ধরা পড়ব

আর সাত সাতটা বছর সরকার
জামাই আদরে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে

যতই হোক

মানবাধিকার বলে শব্দটা তো এখনও আছে

এই ভাবেই চালাবো
একই কাজ বারবার

মানুষের মেমোরি তো

হি হি হি ___

মুখটাও ভুলে যাবে ওরা

আরো হাজারটা মুখের ভিড়ে

শিব ঠাকুরের এই দেশে
প্রকাশ্যে ভালোবাসলে
প্রেমিকের বরাদ্দ চড় থাপ্পড় জরিমানা হাজতবাস

আর
ধর্ষণ করলে ___

হি হি হি _____

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি