ধর্ষণ করলে
ধর্ষণ করলে ___
***************
মনে করুন __
বয়েস আমার এগারো
সুযোগ পেয়ে ধর্ষণ করে নিলাম
তারপর খুন করে ধরাও পড়লাম
তাতে কি
বড়লোক বাপ আমার
সব শালা কে কিনে বেচে নেবে
হি হি হি ____
ধরুন যদি টাকা নাও থাকে
নাবালক তো
ছাড়া তো পেয়েই যাবো
যেমন করে ছাড় পেয়ে গেল
নির্ভয়া কেসের ঐ আবাল গুলো
আজও শালারা দিব্যি বেঁচে বর্তে আছে
তারপর আবার
ঐ একই কম্মো
ততক্ষণে আমি সাবালক
তাতে কি
টাকা থাকলে জেলের বাইরে
আর না থাকলেও
সরকার তো আছেই
জামাই আদর করে জেলে
খাইয়ে পরিয়ে রাখবে
বাঁচিয়ে রাখবে
গণপিটুনির হাত থেকে
তারপর তো আর কথাই নেই
এক একবার করে ধরা পড়ব
আর সাত সাতটা বছর সরকার
জামাই আদরে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে
যতই হোক
মানবাধিকার বলে শব্দটা তো এখনও আছে
এই ভাবেই চালাবো
একই কাজ বারবার
মানুষের মেমোরি তো
হি হি হি ___
মুখটাও ভুলে যাবে ওরা
আরো হাজারটা মুখের ভিড়ে
শিব ঠাকুরের এই দেশে
প্রকাশ্যে ভালোবাসলে
প্রেমিকের বরাদ্দ চড় থাপ্পড় জরিমানা হাজতবাস
আর
ধর্ষণ করলে ___
হি হি হি _____
@ রাজেন্দ্র
Comments