ভাঙতেই থাকি
অনেক অজানা শব্দ
একে অন্যের সাথে
মাখামাখি করে
রঙিন পেয়ালায়
ঠোঁটের ছোঁয়ায়
আড়মোড়া ভেঙ্গে
হাই তোলে চুপি চুপি
জোনাকির স্বপ্নেরা
ঘুরতে থাকে চারপাশে ওরা
তারামাখা শিশিরের আলোয়
যেন বারুদ জ্বলে ওঠা
রাতের আকাশ জুড়ে
হিমযুগ নেমে আসে
সুদূর অতীতের ঘ্রাণ মেখে
আবেশ নির্মাণ করে শব্দেরা
জড়িয়ে থাকে ধরে
আশ্চর্য্য এক ঘোরে
চোখের অবয়বে
এক রাত ক্লান্তি নেমে আসে
ভালোবাসার একলা অবশে
রোজ একটু একটু করে
এগিয়ে চলি নির্বাণের পথে
ক্ষয়ের অবসন্নতা মেখে
রোজ ভাঙতেই থাকি
নিজের উষ্ণ ঘামের বিন্দু
রাতজাগা বালিশের কানে কানে
শুধু জেগে থাকে
না পাওয়া কিছু স্বপ্নেরা
মোমবাতি জ্বলা
এক চিলতে মনের টানে
@ রাজেন্দ্র
Comments