বোঝাপড়া
বোঝাপড়া
_________
তোমাকে চিনতে চিনতে
বুঝতে বুঝতে
কখন যে বোঝাপড়ায় নেমে এসেছিলাম
তা কিন্তু বুঝতে পারেনি
বিকেলের কালবৈশাখী
দেহের চিনচিনে ব্যথারা
অকারণে অচেনা হওয়ার
ভান করেনি কখনো
বোঝা বাড়তে থাকলে
বোঝাপড়ায় শুধুই ডেবিট
ক্রেডিট বলে কিছু হয়না
© রাজেন্দ্র ভট্টাচার্য্য
Comments