সং

(সংগৃহীত)

(Copy forwarded as received)

সংগঠনের "সং" নেতার সাথে একটি কাল্পনিক সংলাপ সংঘাতে
********************

একেই বোধহয় বলে নাড়ির টান !!! এটাই বোধহয় সত্যিকারের ভালোবাসা !!! যেই সংগঠন এর লেজমোটা নেতাদের উপরে নানা কারণবশতঃ তিতিবিরক্ত হয়ে, তাদের অনুসঙ্গ ছেড়ে, আমি বের হয়ে এসেছি, সেই নেতা এবং তার অনুগামীদের তরফ থেকেই দেখতে পাচ্ছি আমার আগাম ভবিষ্যৎ নিয়ে কত দুশ্চিন্তা, কত টেনশন ।

যেটা আর কারো ভিতরে দেখিনি সেই অদ্ভুত ক্রিটিক্যাল মানসিকতা নিয়ে আমারই এক ব্যচমেট ভাই আজ আমাকে এই ভাবে ফেসবুক ইনবক্সে লিখতে পারলো সুদুর পশ্চিম মেদিনীপুর থেকে বসে ।

কোথায় কবে উত্তরবঙ্গের কোন জেলায় কোন আধিকারিকের সাথে কি হয়েছে, তা যেন মহাভারতের সঞ্জয়ের মত মানস দৃষ্টি নিয়ে দেখতে পাচ্ছে সেই ভাইটি আর আর তার সর্বজ্ঞ সবজান্তা ভালোবাসার দাদারা । আহা !!!! কত টান এনাদের আমার প্রতি - সেটাই ভাবছি । আমিও ওনাদের এই স্বার্থহীন ভালোবাসার প্রশ্নের প্রতি উত্তর দিয়েছি নিজের মতো করে ।

আমি জানি এই বার্তা তাদের ঠান্ডা ঘরে কপি পেস্ট ফরোয়ার্ড করে পৌঁছে দেওয়া হবে । তারপর এটা নিয়ে আবার একটা বিরাট জলঘোলা ব্যাপার ও ঘটবে । আচ্ছা, আপনারাই না হয় পড়ে দেখুন । আর বিচার করে বলুন - এ ভালোবাসা কেমনতরো অপাপবিদ্ধ ভালোবাসা !!!!!

ভূমি দপ্তরে আসার পর আমি যে সংগঠনের সাথে হাতে হাত ধরে প্রথমে চলতে চেয়েছিলাম, সেই অতীতের সংগঠন এর সদস্য, আমার এক ব্যাচমেট ভাই, ফেসবুক ইনবক্সে এসে লিখলো আজ সকালে __

"তোমার Against এ নাকি DP চালু হচ্ছে ৷ ***** এর সমর্থনে সরকার বিরোধী লেখার জন্য"

আমার উত্তর __

কে বললো ? আমাকে তো রিলিজ করে দিয়েছে জেলা থেকে । আমি বাড়ি এসেছি । এর পরে নতুন জেলায় জয়েন করবো । তোকে কে জানালো ? আমাকে বল ভাই । কি ভাবে জানলি । বিশদে জানা ।

প্রশ্নকর্তা তখন আশ্চর্য রকম ভাবে নীরব ।

আমি আবার লিখলাম ____

তবে তোকে এই টুকু জানিয়ে রাখি ভাই -

আমি একজন সৎ পরিশ্রমী সাহসী মানুষ । কখনো কোনদিন নিজের কাজে বা দায়িত্বে কোনরকমের অবহেলা করিনি । আগের জেলার ভূমি দপ্তরের আধিকারিকেরা এমনকি জেলার ADM&DLLRO সাহেবও আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন ।

আমি কখনো কোন কারণে সত্যের পথ ছেড়ে যাবো না । আমার রামকৃষ্ণ মিশনের মহারাজেরা আমাকে মানুষ হয়ে ওঠার শিক্ষাই দিয়েছেন । আর তাই আমি কখনো কারো হয়ে দালালি বা চাটুকারিতা করবো না নির্লজ্জ বেহায়ার মত । আমি নিজের বিবেকের কাছে নিজে পরিস্কার । আমি আগে একজন মানুষ । তারপরে আমার বাদ বাকী সব পরিচয় । আমি না খেয়ে অনাহারে মরতে রাজি আছি । তবুও নিজের মাথা কখনো বিকিয়ে দেব না তেল মেরে । তার চেয়ে মৃত্যুবরণ করাও ঢের ভালো আমার কাছে ।

আমার মত আরও দশটা অফিসার পেলে আমার দপ্তর এর আধিকারিকেরা Service পেয়ে যেত এতদিনে ।

আমার ব্লকে কোন direct officer এক বছরের বেশি কখনো টেঁকেনি । মার খাওয়ার ভয়ে পালিয়ে এসেছে । সেই ব্লকে আমি টানা তিন বছর কাজ করেছি । আর পাঁচ ছয় মাস জেলাতেও করলাম । তাও কাউকে বলে কয়ে জেলায় যাইনি । জেলা থেকেই ডেকেছে আমাকে, আমার কাজ করা দেখে । এখনো ব্লক থেকে আমাকে কেউ না কেউ কল করে । আমার খোঁজ নেয় । আর ঐ জেলারই ভূমিপুত্র আমার পরিবর্তে REPLACEMENT হয়ে আমার অতীতের ব্লকে গেছে এবং এই কিছু মাসেই একেবারে হাঁপিয়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে । কাজ করতে ভয় পাচ্ছে । কথায় কথায় আমাকে কল করছে । মার খাবার ভয় পাচ্ছে । ফারাকটা কি তুই বুঝতে পারছিস কিছু ।

আমার কিন্তু চাকরি না থাকলেও আমি ক্লাস 9 TO 12 Maths পড়াবো । WBCS Batch পড়াবো । আমার চলে যাবে ।

আর আমি চলে গেলে আমার দপ্তর একজন সৎ পরিশ্রমী সাহসী আধিকারিক হারাবে । দ্যাটস্ ইট ।

এবার প্রশ্নকর্তা একটা লাইক সাইন ছুঁড়ে দিলো আমাকে । ব্যাস । আর কিছুনা ।

আমি আবার ওকে পাল্টা লিখলাম ___

 আচ্ছা - তোকে কে বললো আমার DP হচ্ছে ?

প্রতি উত্তরে সে জানালো ___

কালকে হঠাৎ করে আমাদের জেলার Snr SRO II একজন দাদার whatsaap এ একজন পোস্ট করেছে ৷ প্রথমে তোমার ঐ প্রতিবাদি সরকার বিরোধী লেখা টা ৷ তারপর লিখেছে ____ জেলার RO _________ কে এই লেখার জন্য DM sir show cause করেছেন & DP চালু করতে বলেছেন

আমি পাল্টা লিখলাম ___

বাজে কথা । ভুল রটিয়েছে । সেই দাদা টির নাম কি । তোর কোন জেলার senior SRO II ???

এবার সে লিখলো ___

আশ্বস্ত হলাম ৷ আমাদের Batch এর RO সাহেব এর ব্যাপারে এই রকম শুনে মন টা খুব খারাপ হয়ে গেছিলো ৷ KKR এর জয় টাকেও Enjoy করতে পারি নি ৷

এবার আমি লিখলাম __

ঐ সবজান্তা দাদার নাম টা একটু জানাতে পারবি ভাই ?

ভাই এবার নিজেকে গুটাতে শুরু করে দিলো । বললো __

সেই দাদা খুব ভালো মানুষ, সে কিছু রটায় নি ৷ তার whatsaap এ কেউ একজন এই Post করেছে ৷ তাকে আমি চিনি না ৷ নাম টা খেয়াল করতে পারছি না ৷ দাদা শুধু msg টা দেখিয়েছে

এবার আমি আবার লিখলাম __

দাদা র নাম টা একটু বল না ভাই । তার সাথে একটু কথা বলতে চাই । নম্বর দে । আমার তো জানা দরকার কে এটা রটিয়েছে । মূল ব্যক্তিটির সাথে একটু আলাপ করবো । তোকে টেনশন করতে হবে না । আমার Show cause বা DP হলে কার কার কেমন প্রতিক্রিয়া হয় তা জানতে চাইছি ।

আমার জন্যে কষ্টে খেলা এনজয় করতে না পারা ভাই এবার লিখলো __

এতো উত্তেজিত হয়ে কি লাভ ৷ আমি তো আশ্বস্ত হয়েছি ৷

আমি লিখলাম __ তুই শুধু নাম টা বল

তার উত্তর __

আমি চেষ্টা করছি, নাম টা জানার ৷

ভাবো কান্ড । যার থেকে লেখা পড়েছে আমার ভাই, তার নাম নাকি সে দেখেনি মনোযোগ দিয়ে । হায় হায় । একটা ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ চাপিয়ে সে একদিকে আমার থেকে কৈফিয়ৎ দাবী করছে । অথচ যার মাধ্যমে এই গুজব টা ছড়ালো, সেই মিথ্যাবাদী ব্লাফমাস্টার ঢপবাজ দাদার নাম নাকি সে জানেনা !!! একেই বলে অতি চালাকের গলায় দড়ি ।

আমি শেষমেশ হাসিমুখে বললাম ___

আমি একটুও উত্তেজিত হয়নি ভাই । আমি মা কালীর একনিষ্ঠ ভক্ত । রোজ চন্ডীপাঠ শুনি । যে আমার ক্ষতির কল্পনা করে _ তার জন্যে আমার মা যথোপযুক্ত ব্যবস্থা করবেন । আমি এটা দেখেছি । অনুভব করেছি । আমার মা সব সময় আমার পাশে পাশে থাকেন । আমি চোখ বন্ধ করলেই মায়ের মুখ আমার সামনে ভেসে ওঠে । আমার মা আমাকে দেখবেন । আর তাকেও দেখে নেবেন ।

আমি মায়ের কাছে কখনো কিছু চাইনি । চাইনা । চাইবোনা । শুধু প্রার্থনা করি যেন আমার মত সকলেরই যেন মায়ের পায়ে মতি থাকে । ভালো থাকিস । তোকে নাম জানাতে হবে না । লিভ ইট ।

এর পরে আমার সেই ভাই আর কোনো উত্তর করেনি আমাকে ।

আমি আরো একটা স্মাইলি send করে বের হতে এলাম চ্যাটিং বক্স থেকে ।

(সমাপ্ত)

[ লেখক তার নাম প্রকাশে অনিচ্ছুক ]

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি