Vagabond এর কল্পনায়


ভ্যাগাবন্ডের কল্পনায় _ রাজেন্দ্র ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

নিজেকে কল্পনায় হাঁস এঁকে
চিৎ সাঁতার দিতে দিতে
অনন্তের বুকে ভেসে যেতে যেতে
আনন্দ আর দুঃখ যত
ধুয়ে ফেলি জলে

ভেসে আসা শবেরাও
নদীর উপর
চিৎ হয়ে রমন করে

কাল রাত অবদিও
মাঝে মধ্যেই ভাবতাম
তোমার চোখের কাজললতা
আর ফোলানো ঠোঁটের
একগাল আদুরে হাসি

ঝর্ণার জলের মতো
চুল খুলে মুখ টিপে
অনেকবার হেসেছো তুমি

হয়তো নীরবে একাকী

ব্যঙ্গ করেছো বার বার
আমার ফেলে আসা
না পাওয়া জীবন দেবতাকে

আর আমিও
দুই হাত মুঠো করে
অঞ্জলি দিতে চেয়েছি
তোমাকে ঘিরে বেড়ে ওঠা
আমার সমস্ত অশান্ত আবেগ

আজ তাই ইনবক্স দেখে
নিজের ইন্দ্রিয়কে ভুল ভাবলাম

মনে হলো যেন
আমার একাকীত্বের দেবতা
ব্যঙ্গ করছেন সাত সকালেই
ওনার সব কাজ ফেলে

কি লিখবো
কেমন করে শুরু করবো
ভাবতে ভাবতেই
গোটা বেলা পড়ে এলো

একবার জিজ্ঞেস করবো ভাবলাম
কেমন আছেন

সাহসেই কুলালো না

অগত্যা আবার সেই প্রথাগত
হতভাগ্য ভাগ্যের শরণ নিলাম

যা থাকে কপালে

কি আর হবে

হারিয়েই তো গেছিলেন

এবার বোধহয় ওপরওয়ালা

কি মনে করে উপহাস করতে এলেন

হয়তো দু ফোঁটা চোখের জল
আবার গাল বেয়ে নামবে বলে

অপেক্ষায় চেয়ে রইলেন

@ রা জে ন্দ্র / 27 ।। 03 ।। 2017 .. 07:02 p.m.

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি