লাগিয়ে পালে
ছিমছাম্ পরিপাটি আর সাধারণ
যোগ বা গুণ যাই করো
ফলাফল শুধু ভালোলাগা অকারণ
খোলা চুলে এক পিঠ সমুদ্রের ঢেউ
দূরের পাথরে চরণ ধুয়ে যায়
চোখের কাজল টানায়
বাকি সব অভ্যেস ভেসে যায়
এখানে নদী আছে
আছে তিন মানুষ ছুটে চলা
ঘোলা বালি জল
আর আছে
তোমার কথা ভাবা
দেখতে চাওয়ার আকুলতা মাখা
অভিমানী চোখ টলোমল
জানি
মূল্যহীন এই ভালো লাগা
অনাদরে অবহেলায়
ইনবক্সের এক কোণে
হয়তো ধূলো মেখে
এলিয়ে থাকবে
আর চিলেকোঠার
ভাঙা জানলা বেয়ে
ভেসে আসবে আনন্দলহরী
হাস্নুহানার ডালে
"তোমার খোলা হাওয়ায়;
লাগিয়ে পালে _ "
@ রা জে ন্দ্র / 28.03.17 / 10.43 p.m.
Comments