কল্পনার হাঁস
আধপাকা বুকের চুলের গোড়ায়
ঝিমিয়ে থাকে থিতিয়ে পড়া স্বপ্নরা
আর আমিও
নিজেকে কল্পনায় হাঁস এঁকে
চিৎ সাঁতার দিতে দিতে
অনন্তের বুকে ভেসে যেতে যেতে
আনন্দ আর দুঃখ যত
ধুয়ে ফেলি জলে
আর দেখি কেমন করে
ভেসে আসা শবেরাও
নদীর উপর একাকী
চিৎ হয়ে রমন করে
Comments