খ এ খিল্লি

খ এ খিল্লি _ রাজেন্দ্র
•••••••••••••••••••••••••••••••

কানা কাক
কাকডাকা সকালে
কখনো কখনো
কেদার কাকুর
কোর্টরুমের পাশে
কেওড়ার কুঁকড়ানো ডালে
কর্কশ সুরে
কানে কাঠি গুঁজে
কাকাতুয়ার সাথে
কাতুকুতু কিৎকিৎ
আর কানামাছি খেলে
কাঁদতে কাঁদতে
কেলী দিদিকে
কালী বলেছিলো

আর

মশারী খাটিয়ে
মশার সাথে
চিরজন্মের আড়ি করে
খাটিয়া পেতে
খালি পেটে
খিদের জ্বালায়
খুব খিটখিটে হয়ে
খ্যাংরা কাঠির মতোন
খটখটে দুপুরে
খক্ খক্ করে
কাশছিলো খোকন

এখন প্রশ্নগুলো পড়ে
পায়রা পাখির মতো
বক বক করো না যেন

বকেরাও কিন্তু বারান্দায়
আছে তোমার অপেক্ষায়

মাঠে নেমে মুখে তুলে
মৌরলা মাছ এনেছে
মিনসে মাকুরা

এবার একটু
মাল দিয়ে
মড়মড়ে মাছভাজা
হয়ে যাক

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি