সবুজেরা হলুদ হলে

সবুজেরা হলুদ হলে

গন্ধরা উবে যায়

অসীমের ঠিকানায়

 মন কেমনের জানলা খুঁড়ে

ভালোলাগার খাম ছিঁড়ে

জেগে থাকে শুধু

খালি বোতল পারফিউম

শূন্যতার দেওয়াল জুড়ে

শব্দরূপ - রা জে ন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি