বাহাত্তরের কমরেড
বাহাত্তরের কমরেড _ রাজেন্দ্র
○●□■○●□■○●□■○●□■
এখন তোমার ছায়া
তোমার চেয়েও অনেক বড়ো
তাই কি ওকে ছোট করে
পায়ের গোড়ালিতে থামাতে চাও
শেষ কবে মাথার উপর সূর্য পেতে
মিছিলে পাশাপাশি হেঁটেছিলে
মনে আছে কি
বিড়ির সূতো খুলে গেলেও
ভাগাভাগি করে খেতে মুখের এঁটো
আপত্তি ছিলো না সেদিন
তবে আজ কেন এসি গাড়িটাও
অনেক ছোটো মনে হচ্ছে
গলায় আঙুলে সোনার ভারে
এখন তোমার ড্রাইভারটাও
কেন জানিনা বুর্জোয়া হয়ে উঠেছে
মাকু সেক্যু ভাম - এসব শব্দেও
আপত্তি করতে ভুলে গেছো
বাহাত্তরের কমরেড
সত্যিই যে ছায়াটা এখন তোমার
ভোগে লোভে বেড়েছে অনেক বাড়
কিংবদন্তী স্ট্যাচুরাও আজ মাটিতে গড়ায়
আর স্টেজে আঙুল উঁচিয়ে শাসায় হিটলার
Comments