অনুপম কবিত্ব
আমাকে কাব্যগ্রন্থের publisher Soitoi এর মালিক মৌ ম্যাডাম । তিনি বলছেন আমি নাকি ওঁনার টাইমলাইন ফলো করছি না
: একজন আছেন _ অনুপম মুখোপাধ্যায় _ প্রকল্প পুনরাধুনিক গোষ্ঠীর কবি
: তার লেখা কবিতার উৎকর্ষতা নিয়ে আমি একটু কমেন্ট করেছিলাম মাস খানেক আগে facebook এ । তারপর আমাকে unfriend করে দেন তিনি
: এটা আমি মৌ madam কে বলেছিলাম । তখন মৌ mam আমাকে বলেন কবি অনুপম কে নিয়ে দু কলম লিখতে আর মৌ mam কে tag করতে
: কারণ অনুপমবাবু মৌ এরও বন্ধু ...
: আমি লিখি
: লেখাটা ছিল এইরকম _
--------------------------------------------------
প্রকল্প পুনরাধুনিক স্রষ্টা ও মন্ত্রদ্রষ্টা দাঁড়কাক _ একটি
তুলনামূলক নিপাতনে বেগুনসিদ্ধ ক্যাচাল
-------------------------------------------
ফেবু কবিকুলের অন্যতম, হাংগ্রীর মলয় রায়চৌধুরীর বর্জ্যপদার্থ নির্মিত, প্রকল্প পুনরাধুনিক ভাবনার কবিকঙ্কন, তাঁর স্বকীয় আত্মপ্রচার দ্বারা ফেবুর স্বর্গকাননে যে পূতিগন্ধময় বাতাবরণ নির্মান করে চলেছেন, তার জন্যে কবিতা ও তার পরিবেশের বাস্তুতন্ত্রের বিনষ্টিকরণ আসন্নপ্রায় । তার হিটলারী ভাব আগ্রাসনে কবিতাচর্চার মাদকতা এখন গ্যাসচেম্বারে নিবিষ্ট । তার শব্দবাণের দুর্গন্ধে কবিতাবাসরে ওলাওঠা জাতীয় মড়ক লেগেছে এবং তার বিড়ির গন্ধ ও আগুনের পরশে ছেয়ে গেছে ফেবুর টাইমলাইন রাজপথ । কুৎসিতের কাতুকুতু দিয়ে চাপদাড়ি ও ভিভিয়ান ক্যাপ চাপিয়ে চরম আঁতেলদেরও ভাবের ঘরে কাঙাল করতে উনি সিদ্ধহস্ত । কারো ভাবনাকে দুর্ভাবনার আস্তাকুঁড়ে অঙ্গুলিহেলনে নিক্ষেপ করতে তিনি বেগুনপোড়ার মতই সিদ্ধপুরুষ । ওনার কবিতা সংক্রান্ত যন্ত্রণামূলক গবেষণায় কাতর বাংলা শব্দ ভান্ডার । ওনার রাজমিস্ত্রী সুলভ বিড়িটানা ভাবনায় নির্মিত দুটি শব্দ হলো __ 'কোবি' ও 'কোবিতা' । ওনার 'কোবিতা' বৃন্দাবন রাসলীলার মাদকরসে জারিত হোক । ওনার প্রকল্পের প্রলাপ ফেবু সাহিত্য একাদেমীর আসনে পরিপক্ক্ব ও জারিত কাঁঠালের ন্যায় গন্ধ বিতরণ করুক । অগ্রসর হোক বাংলা কোবিতারা তার ভাবনার আঁচল ধরে __ এই মাঙ্গলিক গোবর গোলা জলে শান্তির ছিটে দিয়ে আমি আমার ভাবনাকে ব্যক্তিগত ইনবক্সে স্থানান্তরিত না করে কবিকুল সমক্ষে স্তুতি স্বরূপ ভাইরাল আকারে প্রকাশ করলাম । এজন্য আমার শব্দেরা ক্ষমাপ্রার্থী নয় ।
বি:দ্র: মেসেজ দ্বারা ভাবনাকে ম্যাসাজ করানোর প্রচেষ্টা সবিশেষভাবে মার্জনীয়
@ নাম প্রকাশে অনিচ্ছুক _ " র "
: এরপর আমি আরও কিছুদিন পরে আরো একটা post করি ।
: সেটা ছিল এইরকম _
----------------------------------------------------
কোবি কোবিশ্বর কোবিকন্ঠ কোবিরূপ কোবিবর কোবিময় কোবিকেশর কোবিকাঁকন কোবিকিঙ্কন কোবিকুচকুচ কোবিঘন্ট কোবিকনকন কোবিকান্ত কোবিধ্বজ কোবিচঞ্চু কোবিহংস কোবিকংস _ শ্রী শ্রীযুক্ত শ্রীময় শ্রীল শ্রীপাদ শ্রীমৎ শ্রীপদ্ম শ্রীজাত শ্রীরূপ অনুপম মহাশয় _ আপনার কোবিতা কি সারহীন সারমেয় বিবমিষা সুলভ উপাদেয় বিশেষ ?
: তারপর আমি নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি
: আমার ব্লকে বন্যা হয়
: আমার বাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়
: অফিস আর বাড়ির ঝামেলায় sandwiched life যখন
তখন মৌ mam আমাকে অভিযুক্ত করলেন যে আমি ওনার timeline follow up করছি না
আর উনি নাকি আমাকে support দিতে অনুপমের বিরুদ্ধে লিখছেন
আমি বললাম আমি এত দন্দ্ব চাই না । ওনাকেও বললাম আমায় নিয়ে যুদ্ধ না করতে
মৌ mam বললেন, আমার থেকে উনি শিখবেন শান্তিতে বাঁচার উপায়
[17/09 7:09 am] Rajendra: এরপর আমি উত্তরে লিখলাম ___
-------------------------------------------------
আমি জীবনে প্রতিনিয়তই শিখছি । মানুষ পরিবেশ অনুসারে ভাবনা চিন্তা কাজের পরিবর্তন করে । এই দুনিয়া বিশাল । এখনও কত পড়া দেখা জানার বাকী । বাড়ি আসা একবেলার জন্যে । অফিসে পাঁচটা বিদ্ধস্ত যুদ্ধকালীন মানসিকতার কর্মদিবস । আর একদিন চলে যাচ্ছে কলকাতা আসতে যেতে । এর পর আসছে অবসর যাপন _ সেখানে পড়া লেখা আঁকা নাটক চলচ্চিত্র _ ঘোরা বেড়ানো ছবি তোলা _ এর পর আসছে ফেবু _ সেখানে বন্ধু তালিকায় অধিকাংশই ভার্চুয়াল _ এদের ভিতর একজন হলেন এই অনুপম মুখোপাধ্যায় _ এনাকে নিয়ে আমি আমার অমূল্য সময়ের অপচয় করতে চাই না বরং সেই সময় আমি রাগপ্রধান সঙ্গীত বা যন্ত্রের ঝঙ্কার শুনে অনেক বেশী আনন্দ পেতে পারি । ভার্চুয়াল আক্রমণে শুধু প্রতিআক্রমণ করার অর্থ অকারণ নিজের মানসিক শক্তির অপচয় ও নিজের মানসিক সাম্যতার বিঘ্ন ঘটানো । অনুপম এমন কেউ বিশাল বড়ো কেউকেটা নয় যে ওনাকে বা ওনার প্যাঁক প্যাঁককে অত গুরুত্ব দিয়ে ভাবতে হবে । তার চেয়ে আমরা বরং পসিটিভ কিছু ভাবি । যে পত্রিকা করার কথা হচ্ছিল _ মহিলাদের নিয়ে বিশেষ একটা কোনও সংখ্যা _ তার কাজ কতদূর এগোল ?
: এবার পড়ে বলো, কি বুঝলে
Comments