মরণ vs যৌনতা

মৃত্যু ও যৌনতা _ কবি নির্মলেন্দু গুণ
-----------------------------------------------------
তোর নাভিপদ্মের দেখান পথ ধরে আমি পৌছে যাই যুযুধান সমুদ্র সৈকতে।আমি বালিতে আঁচড় কাটি।আঁকি সাপ।আর সমান্তরাল ঢেউএ ভিজতে ভিজতে আমি কামড়ে ধরি অস্থির চোরাই কাঠ।কতোটা উঁচু নিচু উপত্যকা - হিমালয় - কৃত্তিম উপগ্রহ আমাকে অপ্রকৃতিস্থ করে তোলে।যেভাবে বালিশের অভাবে কবিতা ভুলে যাই।মনে হয় এই তো বেশ।মুখোমুখি আলাপ - অভিমান - পরিচয়।।

তাই শব্দগুলো জলের সিন্দুকে লুকিয়ে রাখি।তোর স্তন বিভাজিকা আমাকে দেয় বিদ্রেহের ইঙ্গিত।রাষ্ট্রীয় সন্ত্রাসকে খিস্তী মারি।রংরুটে লং মার্চ করি।একটা আদমশুমারি থেকে কুড়িয়ে পাওয়া কালচারাল রেভেলিউশন।।

তোর যোনীর আড়ালে থাকা আদিম ঈশ্বরের
যখন আমি একমাত্র উপাসনা করি।।

জানি একদিন মৃত্যুুও তুলে নেবে ঋণাত্মক শোধ।
পুনর্বাসিত যৌনতায় প্রাক্তন হওয়া যতো বোধ।
এইসব প্রকাশ্য চেতনায় জখম্ আজাদি ত্বত্তকথা।

হয়তো সত্যিই এবার নেশার ঘোরে নগ্ন কবিতা।
যদিও কাল রাতে আমি দেখে ফেলেছি তোর আসল রুপ।লুনাটিক লাশ - আসন্ন প্রয়োগ মতে।।

বাতাসেরও কি ভাইটাল স্ট্যাটিস্টিকস্ আছে?

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি