বালিশের চারকোণে
বালিশের চারকোণে _ রাজেন্দ্র
--------------------------------------------
বালিশের চারকোণা
পালা করে মুছে দেয়
গোপন জমাট জল
গুনতে ভুলে গেছি
তা কতবার
চোখে ভাসে
আবছা ভাসা ভাসা
টুকরো টুকরো ভাঙা স্বপ্ন
তবুও আমি জানি
মনে মনে তুমি
একান্তভাবে শুধুই আমার
Comments