সকাল থেকেই কিছু পেটে পড়েনি,
এখানে ওখানে সেখানে
কাজ হোক বা খাওয়া,
দুটোর একটাই সে চাইছিল।
কপাল হোক বা এই সমাজের নিয়ম,
কেউই পাশে নেই তার ।
অদৃশ্য কেউ যেন
পরিহাস করছে তাকে ।
তবুও বাঁচতে হবে তাকে,
প্রয়োজনে যা খুশী সে
করতে রাজি ।
জীবনের এই চলার পথে,
ধরতে চায় সে
যে কোনো বাজি।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি