পরিণতি
আমি তখন ছোট,
নিজের জগতে থাকি।
ভালোবেসে বিয়ে
এলাম শ্বশুর বাড়ি।
নতুন ঘরে অচেনা সবাই
ইচ্ছে ছিলো অনেক।
অনেক স্বপ্ন ছিলো
নতুন জীবন ঘিরে।
সব জমে ধূলো পড়ে গেল
মনের পাঁজর খাঁচায়।
ইচ্ছে গুলো সব
চিলেকোঠায় ভিড় করল..
কাউকে খুঁজে পেলাম না সেদিন
মনের কথা বলার।
কেউ এলোনা জানতে,
আমি কেমন আছি।
আজ অনেক বছর পরে
আমার চারপাশে অনেক মুখ,
সাথে কিছু পুরানো মুখের
উৎসাহ দেখতে পাই,
কিন্তু আমি আর সেই মুখ গুলোকে
দেখতে চাইনা,
আজ আমার মনের চোখে
নতুন ভোরের স্বপ্নের আবিষ্টতা।
মন আমার খোলা জানালা বেয়ে
হারিয়ে যায় নিরুদ্দেশ এর পথে,
মেঘের সাথে উন্মুক্ত আকাশের অন্ধকারে।
বাস্তবের জল মাটি বাতাসে থাকা
মানুষ, আমার নাগাল পায়না।
আর কি মন ফিরে আসবে
পুরানো দিনের সাদা কালো পর্দায়?
আর কি সে খুঁজে পাবে
প্রথম দিনের উষ্ণতা?
আর কি তা ছুঁয়ে যাবে
শুকনো ফুলের মালা
অন্তিম পরিণতির পথে?
Comments