রাজ্য

বড়ো রাস্তায় অনেক ব্যস্ততা,
মানুষের ভিড়ে, কোলাহল কলতানে,
হারিয়েছে ছোট্ট শিশুটার আর্তনাদ।
সকাল থেকেই না খাওয়া,
কেঁদে চলেছে একটানা।
মা উপার্জনের টানে পথে নেমেছে।
হয় ভিক্ষায় নয়তো
অন্য কোনো বাঁকা পথে।
শিশুর কান্না থেমেছে,
মা ফিরে এসেছে।
তেষ্টা কি তার মিটেছে?
এভাবেই রোজ কতো মা লড়ছে
সন্তানের আর নিজের খিদের সাথে।
দু মুঠো ভাত কাপড়ের আশায়
সবার সাথে লড়াই।
পুরুষের মন আর সমাজের
লোভ লালসাই,
তাদের বাঁচার পথের পাথেয়।
মুখের খাবার আর
বাকি সব সুখের খোঁজে
এমন ভাবেই লড়তে হবে রোজ।
রোদ জল বৃষ্টির দিনেও
বিশ্রামহীন জীবন তার।
এ ভাবেই ফুরিয়ে যাবে সে একদিন।
শিশুদের কান্না থামবে না,
যান্ত্রিক, ব্যস্ত শহরের ফুটপাথে
আর রাজপথে ছড়িয়ে থাকবে
অসংখ্য যন্ত্রণা।
মানুষ তখন অন্য কোথাও,
অজানা কোনো প্রান্তে,
নতুন স্বপ্নের ঘোরে ছুটিয়ে চলবে
অশ্বমেধের ঘোড়া..
নতুন রাজ্য লোভে।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি