পথ
জন্ম থেকে মৃত্যু
আর মৃত্যু থেকে জন্ম
আমরা পথ চলি।
মন বিবেক খেয়াল খুশিমতো
ডানা মেলে উড়ে চলে
নিজের খেয়ালে।
সমাজের নিয়ম নিষেধ
তাকে শাসনে রেখে
বেড়ি পরাতে চায়,
শেখাতে চায় ক্ষমতাশালীর
তৈরী নিয়ম আর শর্ত।
ভালো আর মন্দের,
কে কতখানি ঠিক...
তার হিসাবেই
আমরা ফুরিয়ে যাই।
নিজের কাছে প্রশ্নে
আমরা নিজেরাই পথ হারাই।
ঢেকে যাই মেঘের অন্তিম আড়ালে।
Comments