মন পাখি
দেহের খাঁচায় মন পাখির বাসা,
জন্ম থেকেই সে বন্দী ।
সমাজ সংসারের জটিল আগলে
ছটফট করে তার বাউল স্বভাব একতারা।
ফকির হতে চায় সে,
সব বিলিয়ে নিঃস্ব হয়ে।
তবুও মুক্তি পায়না,
গুরুর খোঁজে সে ছুটে ছুটে ফেরে, ছটফট করে,
গুরুরা আসে, চলেও যায় ..
বাউল পাখি রয়ে যায়,
সে বন্দী হয়েই আটকে থাকে
দেহের খাঁচায় ।
Comments