দারুন শীতে
একটা ছেঁড়া কাঁথাই
একমাত্র সম্বল তার,
পরনের শাড়ি শতছিন্ন।
তবুও জীবনের তৃষ্ণা
মনকে বাঁচিয়ে রেখেছে ।
খিদে আর তেষ্টায়
ওষ্ঠাগত প্রাণীর মত
বেঁচে থাকা তার একমাত্র ব্রত ।
আমরাও বেঁচে আছি,
তবে সেটাকে
বাঁচা বলা যায় কিনা
জানা নেই।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি