Posts

বুঝিনা এখনো

বৃষ্টি ভেজা চুল বেয়ে নামে যেই জল, সেখানে মনের নৌকা ভাসালাম। এছাড়া মেঘলা দিনে আর কোনো কাজ নেই। রেলপথের ধারে চড়কের মেলায়,  মাঠের কোণে, কাগজ পেতে ঝুড়িতে পুতুল ঘোড়া নিয়ে বসা দুপুর বিকেল সন্ধ্যায়, ভালোবাসার ঘরে নিরিবিলি যাওয়া যায়। আবার একলা গেলে  লক্ষ শালিক ঠোঁট উঁচিয়ে উলুধ্বনি দেবে ততক্ষণ একটানা, যতক্ষণ না উন্মুক্ত ঠোঁটেরা সশব্দে আদর করে আমায়। এরপর, ভিজে যায় ঘামে সমস্ত কেশর, আনন্দঘন সেতারের টানে ভাঙে, বিচ্ছিন্ন নীরবতার অবসর। ভ্রষ্ট হৃদয় আবেগ তাই  বারবার নষ্ট হতে চায় কেন, বুঝিনা এখনো।

পাপ

ঈশ্বরও নাকি খেয়েছিলেন সাপ্লিমেন্ট ফল - জ্ঞানবৃক্ষের;  নইলে কেন তিনি উৎকোচ সেবা নেবেন মরণশীল মূর্খের?  ধূপ মোমবাতি  চার দেওয়ালের ঘেরাটোপে,  তিনিও তো খান - ঘুমান;  উচ্চমূল্যে ভিআইপি লাইন বেয়ে,  আতরে চাদরে  জন্নতের সেবা পান __  রসে বশে ভ্রান্ত ঈভ  যেমন শুনেছিল হিসহিসে বানী কানে কানে,  কামড়েছিল জ্ঞানফল আদমও, পরম সঙ্গসুখে __  ঈশ্বরও তো  আঙুর আখরোট খেজুর খান, রক্ত হোলিতে, প্রাণের বলিতে -  জেহাদ, কুরবানি চান।  স্বর্গচ্যূতি তো হয়েছে ওনারও,  স্থাবর সম্পদ ভোগে;  সেবার লোভ - বিকার রোগে __  পাপক্ষয় - লাভ - জয়,  সবেতেই ভাগ পান নির্দোষ ঈশ্বর;  জন্মান্তর কর্মফলের চাকা ঘোরে  ভোগবাদী নশ্বর __  যত অর্বুদ কোটি মন,  তত ভিন্ন কোটি ভাবের অক্লান্ত বিচরণ __ দেবাসুরের অমৃতের ভাগ  বিলিয়েছে সেই কবেই;  শ্রীলক্ষীর দয়া পেতে  পাপ তো একটু হবেই। © রাজেন্দ্র ভট্টাচার্য্য

শম্ভু রক্ষিত

★ 'সব মানুষ জন্মকাল থেকে সমান" যিনি তাঁর প্রেমিকাকে লিখেছিলেন, ★ "তোমার যৌনাঙ্গকে আমার প্রণতি/তোমার উন্মুখ স্তনে মুখ দিয়ে আমি ব্যবধানহীন বেঁচে রয়েছি" ★ "আমার গভীরতর সাম্রাজ্যে তুমি আছ" ★ "তুমি কণিকা ও সূর্যের মধ্যে বিন্দু ও বিস্ফোরণজাত গোলাপ" ★ "তোমায় দেখে আমি পরিণত হয়েছি" ★ "তোমার তেজস্ক্রিয় মৌলিক পদার্থ কখন আবিষ্কৃত হয়" ★ "তোমার নিঃসঙ্গতা আমাকে উপহার দেয় দীর্ঘ আনন্দময় সমাধি" ★ "আমি তেমাকে পান করি, তোমাকে নিয়ে উত্তাল স্বপ্ন দেখি" ★ "হৃদয় নিশার স্বপ্ন তোমার চালক  চিরস্থায়ী হও,  তুমি কি ধুমকেতুর সহচর,  চুম্বকের আকর্ষণ  নির্মম ভূমিতে  সঞ্চয় বিজয়ী মদ নিয়ে রসায়নবিদরাও বৈদ্যুতিক প্রস্তুত " ★ "তুমি আলাস্কার নদী থেকে আসা দূত, উজ্জ্বল আকাশ।" ★ "তোমার সৌন্দর্যের মায়ামন্ত্রে আমার অভিযান রূপায়ণের ইতিহাস" ★ "তুমি অহোরাত্র বিশাল নাগরদোলার মত" ★ "তুমি হবে আমার পরিশ্রম, সশস্ত্র সম্ভাবনা" ★ "দৈববাণী সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়ে যায়" ★ "তুমি কারুশিল্প নিয়োগ...

নারায়ণ মুখোপাধ্যায়ের কবিতা

যাঁর কবিতা পড়লে মনে হয় স্বপ্নে পড়ছি ওই একজন না-দেখা মানুষকে আমি গতরাত্রেই স্বপ্নে পেলাম।  দেখলাম তাঁর নারীকেও। নোলক বলে আমরা যা জানি, তা অনেক বেশী অধিক কিছু সেই নারীকে দুলিয়েছিল। দেখলাম তাঁর সেই পৃথিবীকেও।  সেই পৃথিবী, সেই না-দেখা মানুষের খুড়িমার মতন দেখতে।  সেই মানুষ এককালে এক কবির কাছে গিয়ে কবিগান শিখবার ইচ্ছা করলেন। তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই বলে যে, ‘এইসব শিখিতে পারা যায় না’।  ফিরে এসে তিনি এক আশ্চর্য কবি হলেন। তাঁর কবিতা পড়ে মনে এই ভাব হয় যে, এইসব আদৌ পড়িনি, স্বপ্নেই দেখেছি।  তিনি নারায়ণ মুখোপাধ্যায়  তাঁর সেই আশ্চর্য কবিতা কয়েকটি নিবেদন করব। বলা বাহুল্য হবে না এই কথা বললে যে, এইসব কবিতা কখনোই মঞ্চে উঠে নৃত্য করে নি, পুরস্কৃত হওয়ার বাসনায় ১। প্রত্যাগমন এক ব্যক্তি দুঃখ হইতে ফিরিতেছিল। তাহার সঙ্গে ছিল অসংখ্য মণিমানিক্য এবং নানাপ্রকার ফল। সেই প্রকার নীরব ফল আমরা কখনও খাই না।   ব্যক্তিটির সঙ্গে একদল অপরূপ সুন্দরী নারীও ছিল তাহাদের দেখিলে পুনর্বিবাহ করিতে ইচ্ছা করিবে।   কিন্তু, তাহাদের চক্ষু নাই শাদা ২। কাহিনী দাওয়ায় আজ পড়শীদের ভিড় – এ-বাড়ির মাথা...

Geeta Links

 Links of Geeta https://m.youtube.com/watch?v=t73uLIgRvjk&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=1 https://m.youtube.com/watch?v=IjTXzH0Otgw&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=2 https://m.youtube.com/watch?v=uF2u6ceEzlE&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=3 https://m.youtube.com/watch?v=IXyD440L5H8&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=4 https://m.youtube.com/watch?v=s0wrprqFtdE&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=5 https://m.youtube.com/watch?v=XUq3Y6KWO7w&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=6 https://m.youtube.com/watch?v=nbQv7aEFAYo&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=7 https://m.youtube.com/watch?v=caiiELOaRRw&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=8 https://m.youtube.com/watch?v=bzrX_-NhmYI&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=9 https://m.youtube.com/watch?v=0odzBKQac3w&list=PL33EnkVgY6o_h7HUyZFeu9n4yEfZhiYQr&index=10...

মানুষ কেন কষ্ট পায়

মানুষ কেন কষ্ট পায়? +++++++++++++ গাছ, কীটপতঙ্গসহ যে কোন প্রাণীরই প্রাণ রয়েছে, রয়েছে অনুভূতির প্রাণবন্ত বহিঃপ্রকাশ। একটা হিমসাগর জাতের আমের গাছ কিন্তু আদৌ জানে না, যে তার থেকে জাত ফলের প্রদত্ত নাম কি এবং কেমন তার স্বাদের আস্বাদন, আর কেমনই বা তার বাজারে চাহিদা।  কারণ আম গাছের কাজ আম উৎপাদন করে তার বংশবৃদ্ধিকরণের পথ সুগম করে তোলা আগামীর নিমিত্তে।  সেখানে মানুষ তার মতো করে গাছের ও তার জাতের নামকরণ করে, ফলের গুণমানের নিরিখে; নির্ধারণ করে সেই অনুসারী বাজারমূল্য।  এতে কিন্তু আম গাছের কিছুই এসে যায় না। সে তার দৈনন্দিন কর্ম করে চলে এবং তা সম্পাদন করে প্রকৃতির নির্ধারিত নিয়ম মেনেই বিনা প্রত্যাশায়, মানুষের দ্বারা নির্ধারিত বাজার মূল্যের কথা ভেবে/ মাথায় রেখে নয়। তাই তার কোনো ইচ্ছা/কামনা/বাসনা ও জাগরিত হয় না, কারণ সে কোনও মায়ার বন্ধনে, সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় না, ফলে মানুষের তার থেকে যতই প্রত্যাশা থাকুক না কেন, সে তার সামর্থ্য অনুসারেই ফললাভের আশা ত্যাগ করেই নিষ্কাম কর্ম সম্পাদনে ব্রতী হয়। এখানে অবশ্য তার ইন্দ্রিয়পরায়ণতার ব্যাপারও নেই।  আর তাই, গাছের ক্ষেত্রে যেটা খুব সহজেই সম...

মহার্ঘভাতা

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি আধিকারিক ও কর্মচারীদের বেতনক্রমের হার ভারতের সমস্ত রাজ্যের ভিতরে সর্বনিম্ন, একথা এখন সারা দুনিয়াই কম বেশী জানেন। যেখানে ভারতের আর সমস্ত বা...