শম্ভু রক্ষিত
★ 'সব মানুষ জন্মকাল থেকে সমান"
যিনি তাঁর প্রেমিকাকে লিখেছিলেন,
★ "তোমার যৌনাঙ্গকে আমার প্রণতি/তোমার উন্মুখ স্তনে মুখ দিয়ে আমি ব্যবধানহীন বেঁচে রয়েছি"
★ "আমার গভীরতর সাম্রাজ্যে তুমি আছ"
★ "তুমি কণিকা ও সূর্যের মধ্যে বিন্দু ও বিস্ফোরণজাত গোলাপ"
★ "তোমায় দেখে আমি পরিণত হয়েছি"
★ "তোমার তেজস্ক্রিয় মৌলিক পদার্থ কখন আবিষ্কৃত হয়"
★ "তোমার নিঃসঙ্গতা আমাকে উপহার দেয় দীর্ঘ আনন্দময় সমাধি"
★ "আমি তেমাকে পান করি, তোমাকে নিয়ে উত্তাল স্বপ্ন দেখি"
★ "হৃদয় নিশার স্বপ্ন তোমার চালক
চিরস্থায়ী হও,
তুমি কি ধুমকেতুর সহচর,
চুম্বকের আকর্ষণ
নির্মম ভূমিতে
সঞ্চয় বিজয়ী মদ নিয়ে রসায়নবিদরাও বৈদ্যুতিক প্রস্তুত "
★ "তুমি আলাস্কার নদী থেকে আসা দূত, উজ্জ্বল আকাশ।"
★ "তোমার সৌন্দর্যের মায়ামন্ত্রে আমার অভিযান রূপায়ণের ইতিহাস"
★ "তুমি অহোরাত্র বিশাল নাগরদোলার মত"
★ "তুমি হবে আমার পরিশ্রম, সশস্ত্র সম্ভাবনা"
★ "দৈববাণী সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়ে যায়"
★ "তুমি কারুশিল্প নিয়োগের দেশ"
★ "সেখানেও চাঁদ ষোলোকলা গোলাকার নয়"
★ "অখিল মহাশূন্য আজ নিরুদ্দেশ হবে"
★ "তোমার স্থাপন গবেষণা করা দরকার"
Comments