পাপ

ঈশ্বরও নাকি খেয়েছিলেন
সাপ্লিমেন্ট ফল - জ্ঞানবৃক্ষের; 

নইলে কেন তিনি
উৎকোচ সেবা নেবেন
মরণশীল মূর্খের? 

ধূপ মোমবাতি 
চার দেওয়ালের ঘেরাটোপে, 
তিনিও তো খান - ঘুমান; 
উচ্চমূল্যে ভিআইপি লাইন বেয়ে, 
আতরে চাদরে 
জন্নতের সেবা পান __ 

রসে বশে ভ্রান্ত ঈভ 
যেমন শুনেছিল
হিসহিসে বানী কানে কানে, 
কামড়েছিল জ্ঞানফল আদমও,
পরম সঙ্গসুখে __ 

ঈশ্বরও তো 
আঙুর আখরোট খেজুর খান,
রক্ত হোলিতে, প্রাণের বলিতে - 
জেহাদ, কুরবানি চান। 

স্বর্গচ্যূতি তো হয়েছে ওনারও, 
স্থাবর সম্পদ ভোগে; 
সেবার লোভ - বিকার রোগে __ 

পাপক্ষয় - লাভ - জয়, 
সবেতেই ভাগ পান নির্দোষ ঈশ্বর; 

জন্মান্তর কর্মফলের চাকা ঘোরে 
ভোগবাদী নশ্বর __ 

যত অর্বুদ কোটি মন, 
তত ভিন্ন কোটি ভাবের
অক্লান্ত বিচরণ __

দেবাসুরের অমৃতের ভাগ 
বিলিয়েছে সেই কবেই; 

শ্রীলক্ষীর দয়া পেতে 
পাপ তো একটু হবেই।

© রাজেন্দ্র ভট্টাচার্য্য

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি