ফিডার ক্যানেল

ভেঙেছিল জলছাপ উইন্ডস্ক্রীন
পাউডারের মত ঝুরঝুর করে
আর পড়েছিল ঝরে
ফোঁটা ফোঁটা রক্তও
দুই ড্রাইভারের
ঘামের সাথে মিশে

যখন
ফারাক্কার ফিডার ক্যানেল ব্রীজের মুখে
মুখোমুখি দুটো মাতাল লরির সংঘর্ষে
অন্তত কিছুটা হলেও
ঘুমানোর সময়ের অপচয় হয়েছিল হাল্কা কুয়াশা শিরশির রাতে

অলস রাতের
সোহাগী চাঁদ তারা খালাসীরা
আর বাদ বাকি সব
ড্রাইভার প্যাসেঞ্জার
মুহূর্তখানেক থমকে গেলেও
নড়ে চড়ে বসলো আবার
বেঁচে থাকার
ঘন নিঃশ্বাসের শব্দ শুনে

দুই ঘণ্টার কসরৎ আর
ক্রেনের তৎপরতায় শেষমেষ
উদ্ধার পেল হতভাগ্য রাতের বাসযাত্রী

নাহ, প্রাণ যায়নি কারো ।

তবে যেতেই পারতো

তবুও কখনো কখনো
লাগে ভালো আটকে থাকা
একটা একঘেয়ে খাঁচার ভিতর

প্রাণপাখি তো উড়েই যেতে চায় সব সময়

শুধু সঙ্গী সাথীরা যদি মনের মতো হয়

মাঝে মাঝে তাই
চুমুর তীব্রতা গাঢ়ত্ব মেপে
ভালোবাসার ঘনত্বের
হিসেব নিতে ইচ্ছে হয়

নিজেকে যায় যদি খানিকটা
বদলে নেওয়া সময়ের সাথে

বেঁচে থাকে উষ্ণতাছোঁয়া ভালোবাসা
ঘন জমাট চুমু খাওয়ার মাপে

— রাজেন্দ্র
৫ মার্চ ২০১৮

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি