বেহিসাবী

কিছু ফ্যাব্রিকেটেড ইমোশন সস্তা দরে কেনাবেচা হয় আজও

কথাটা ঠিক সেটা নয়

আসলে গোপনীয়তার ভিতরেও পরতে পরতে গোপনীয় কিছু ভাঁজ ঘুমিয়ে থাকে

সানগ্লাসের কাঁচে ঘষা মধ্যাহ্ন রোদে প্রজ্ঞা পারমিতারা ডাবের জলে ভদকা গুলে
সমকামী সি বিচের ধারে ভিজে অন্তর্বাসে উদ্দাম আনন্দ নাচে মেতে ওঠে

সেখানে বিনোদ বিভাবসুর কোনও অবস্থান নেই

তীর্থক্ষেত্র আর যুদ্ধভূমি
আজকাল ব্যবসাই বলা যায়

সেখানে টাকায় ছাপা গান্ধী বা
সত্যমেব জয়তের
কোনও ভূমিকাই নেই আর

কেউ কি বলতে পারে

অসময়ে এত বেহিসাবী শব্দ খরচ করার কি দরকার

— রাজেন্দ্র
২ মার্চ ২০১৮

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি