রাত্রির গুহায়
রাত্রির গুহায়
অনিচ্ছাকৃত প্রবেশ থেকে
বেঁচে থাকার কথা
স্বীকার করলেন না
তিন মাসের জামিন নামঞ্জুর
কারাগার কর্তৃপক্ষ
আরো কিছু কথা বলার অভ্যাস
চিরতরে নিষিদ্ধ হল কি অবস্থায়
তা জানার আর
কোনো সুযোগ নেই
মধ্যবর্তী সময়ের অভাবে
এখন উনি একাদশীর উপবাস
না করার সিদ্ধান্ত নিয়েছেন
বলে জানা গেছে
চলতি বছরে
হত্যার চাঞ্চল্যকর উপকরণ
সরবরাহ করে দেয় তার কারণ
অনেক কম দামে
অথচ আমরা অনেকেই হয়তো
অন্য কোনো কারণে অকারণে
বাঁচার তাগিদে
নির্মম পরিহাস করা হয়েছে
বলে ধারণা অর্জন করেছি
গোছানো সোপানের ধাপে ধাপে
এমন মরো মরো
নির্মম আদিম রহস্য
উন্মোচনের মাধ্যমে
অনেক বেশি জটিল বিষয়
অবশ্যই উল্লেখযোগ্য ঘটনা
নিয়ে নির্মিত হবে
— রাজেন্দ্র
৩ মার্চ ২০১৮
Comments