অসহিষ্ণু

অসহিষ্ণু
------

স্টেডিয়ামের সবুজ ঘাসের বুকে
যেই খেলা এখন আর জমে না

আজকাল তাও উঠছে জমে
ভাবনার এক চিলতে কোণে

এখনো দুঃস্বপ্নে ভেসে ওঠে
সবুজ পতাকা আর
দেশভাগের "পাকিস্তান"
মনে মনে

আসছে সময় আরো একবার
ভিটে মাটি ঘটি ছেড়ে পালাবার

গন্ডায় গন্ডায় জন্মায় জেহাদীরা
নীরবে পায়ে পায়ে এগিয়ে চলে
রাতের অন্ধকারে খোলা তলোয়ার

যারা কখনো বোঝেনি শান্তির বাণী
শুধুই ভেঙেছে মন্দির মূর্তি আর
পুড়িয়েছে বিধর্মীর বই
পেয়েছে যা দুই হাতের কাছে

এখনো গোটা দুনিয়ার সমস্যা
মৌলবাদী জেহাদীরাই হয়ে আছে
 
রোদে জলে দমবন্ধ নাকে
ঘর ছেড়ে পালাতে থাকা
আর কতবার

নতুন জমির খোঁজে আবার
পথ চলতে থাকা বাতাস
মায়ের আঁচলে থমকে থাকে

সেফটি রেজারে শেভিং ভুলি
বার বার "অসহিষ্ণু" ডাকে

তখন বড়ো ধাক্কা লাগে মনে
ভেসে আসে পোড়া ঘরের ঘ্রাণ

আর চোখের সামনে বারবার
জবাই হতে থাকা তোমার আমার
বাপ দাদা ভাই শিশু সন্তান

ভাবতে ভাবতে আর পালাতে পালাতে
জ্বলে ওঠে সাধের ভিটেমাটি উঠান

আর খবরের চেষ্টা লুকিয়ে রাখার
ধর্ষণ খুনে জমে ওঠা লাশের পাহাড়

তালিবানিরা ভেঙেছে "বামিয়ান"
আর দখল করেছে গান্ধারীর গান্ধার

আর থুতনি ধরে মাথা চুলকে
শুধুই "ছিঃ ছিঃ" বলতে থাকা
দেশের পিছনে ছুরি মারা
ভন্ডবাদী ভাম সেক্যুলার

দেওয়ালেই পোড়ে সংহতির পোস্টার
ছোঁড়ে স্বাধীনতা পেতে কাশ্মীরী পাথর
আবার ওরাই আসে
সমতলে নেমে মিষ্টি হেসে
সাথে পশমিনা শাল আর সুগন্ধী আতর

টুপি দাড়ি জেহাদি চপাতির জোরে
শব্দের উল্লাস ঘোরে দেবতাও নিথর

সেলাম্ আর কুর্ণিশ আপনাকে
দুনিয়ার একমাত্র মালিক
"আল্লাহ্ আকবর"

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি