বুভুক্ষু
বুভুক্ষু - রাজেন্দ্র
-------------
চুল্লি ভয় পায়নি আগুনের মুখরেখা
রাতের নাভির গভীরে
স্বেচ্ছাচারী চোখ হারিয়েছিলো
ঘরে ফেরার ঠিকানা
চুমু খাওয়া জোনাকির মতো
ফ্লুরোসেন্টের স্বেদ বিন্দু জুড়ে
জ্বলেছিলো যৌনতার আগুন
মাদল হাতে বাজাবো বলে
মেতেছিলো নশ্বর দেহ
বুনো দাঁতাল মাতাল হাতির মতো
সমুদ্র ঢেউয়ে সাঁতার কাটবো বলে
ভূমিকম্পের তারাখসা রাতে
সুখের শহীদ মিনারে চড়বো বলে
ডাকবাংলোর চাঁদের আলোয়
মহুয়ার ঘোরে ডুবে মরবো বলে
কখনো টলমলে পা'য়ে
কেয়ারটেকারকে অনুরোধ করিনি
বলিনি তাকে ঘর পরিবার ফেলে
লন্ঠন জ্বেলে রাত জাগার কথা
বেহস্ত ঝেঁটিয়ে সব সুখ জড়ো করে
রঙ বেরঙের হূরপরীরা সেদিন
হিলহিলে সাপের মতো
খিলখিল করে বলে উঠেছিলো _
আমাকে ওরা সব দিতে পারে
Comments