ব্যান করো "পদ্মাবতী"
ব্যান করো "পদ্মাবতী" 😡😡😡
------------------------
বানসালী সাহেব ---- যদি সত্যিই আপনাকে প্রেম কাহিনী নিয়ে মুভি করতে হয় ত আলাউদ্দীন খলজীর মেযে় "ফিরোজা" যিনি রাজকুমার বিরমদেবের প্রেমে পাগল ছিলেন --- তৈরী করুন না মুভি!
ঔরঙ্গজেবের মেয়ে কুমার ছত্রসালের প্রেমের পাগল ছিলেন! ঔরঙ্গজেবের নাতনী সফিউন্নিসা রাজকুমার অজিত সিংহের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার ঐতিহাসিক প্রেম কীহিনী!
নুর খুরাসনের কন্যা -- যিনি সম্রাট বিন্দুসারের দিওয়ানী ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী --- আছে হিম্মত?
ইল্তুতমিশার মেয়ে রাজপুত জাগীরদার চন্দ্রের প্রেমে পাগল ছিলেন! বানান আপনার প্রেম কাহিনী!
ঔরঙ্গজেবের বোন ছত্রপতি শিবাজীর প্রেমে পাগল! ঔরঙ্গজেব সম্বন্ধ নিয়ে গিয়েছিলেনও --- শিবাজী মানা করেছিলেন! বানান প্রেম কাহিনী!
বানসালী সাহেব --- রাণী পদ্মাবতী এক বীর ক্ষত্রিয় রাণী --- যিনি সতীত্ব রক্ষা করার জন্যে জোহর করেছিলেন! উনি কোন নর্তকী ছিলেন না।
রাণী পদ্মিনী সমস্ত সনাতন ধর্মের এর গৌরব গাথা। একটু শুধু জ্বলন্ত মোমবাতির উপরে হাত রাখুন --- বুঝতে পারবেন জোহর কি জিনিস!
রাণী পদ্মাবতী 16000 সঙ্গিনীকে নিয়ে অগ্নি স্নান করেছিলেন --- তখন হিন্দু সনাতন ধর্মের হৃদয়ে ভয়ানক বেদনা দিয়েছিল।
আজ আফসোস -- হিন্দুদের বীরগাথা এত সহজে ঠাণ্ডা কি করে হয়ে গেল --- নিজ ধর্ম বাঁচানোর তপস্যা কি করে ভুলে গেলাম! না হলে বনসালীর ক্ষমতা কি করে হয় ---- অগ্নিস্নান করা বীরাঙ্গনাদের নিয়ে এরকম জঘন্য মুভি তৈরী করার !!
আজও কি হিন্দু রক্ত ঠাণ্ডা হয়েই থাকবে? করব না প্রতিবাদ?
সম্মান নয় --- আত্মম্মান দেখাও 🙏🙏।
ব্যান করো "পদ্মাবতী"
---- আর কোন বিকল্প নাই।
🙏🙏 জয় হিন্দ 🙏🙏
Comments