মন থেকে একবার _ যুগলবন্দী
মন থেকে একবার
♡♡♡♡♡♡♡♡♡♡
গাউন পরে দাঁড়িয়ে থাকা
পাথরের মূর্তিটার সামনে
হাঁটু মুড়ে বসেছিলো ছেলেটা
অকাতরে সবকিছু ছেড়ে
দুই হাত শক্ত করে ধরে
কখনো আদুরে বাহুডোরে
দু চোখে শুধু করুণ আকুতি
কাকুতি মিনতি তার
এবার দাও গো আদর তুমি বধূঁ
দেহ মন প্রাণ থেকে
আমি-তুমি চাওয়া-পাওয়া
শুধু একটি বার
গালের টোলে আর তিলে
সুরে তালে ছন্দে মিলে
আলতো আদুরে পরশে
দুলে ওঠে মৃতপ্রায়
প্রস্তর শর্বরী মন
মনে মনে সেও কি তবে
দিতে চায় উষ্ণতায় সাড়া
ভালোবেসে ডুবতে চায় এখন
উঠলো কেঁপে মূর্তির চোখের পলক
পড়লো গড়িয়ে শুকনো গাল বেয়ে
দু ফোঁটা গরম নোনতা জল
এবার ভালোবেসে সে
রাখলো সলজ্জ দুটি হাত
মূর্তির শক্ত কঠিন পায়ে
জঙ্ঘা উরু নিতম্ব
কেঁপে গেলো থরথরিয়ে
জলের ঢেউয়ে ডিঙি টলোমল
ধীরে ধীরে পা বেয়ে
উঠতে থাকলো সে উপরে
আরো উপরে
রোমকূপ থেকে রোমকূপ জুড়ে
ছড়িয়ে গেল মৃতপ্রায় আবেগ
মূর্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে
ঠোঁট গাল বুলিয়ে
দিলো এঁকে সমাদরে
চিহ্ন শুধু আমরণ ভালবাসার
পড়ে থাকা ধূলোমাখা মূর্তি
কাঁপলো বারবার
ঝনঝন্ করে ভেঙে গেল
জমে থাকা আর না পাওয়ার
সমস্ত হাহাকার
বিদ্যুতের ঝিলিকে থরোথরো রক্তিম
যেন তার আধফালি দুইখন্ড চাঁদ
নদীর জোয়ার জল
উল্টে পাল্টে দিয়েছে
মাছ ধরা আর মারার
বুকভাঙা আর্তনাদ
বিদীর্ণ পাথর ভেঙে খন্ড বিখন্ড
ভেসে গেল সব টুকু
আনন্দের অলকানন্দা জলে
আদর পান করে তৃপ্ত মধুকর
চুপটি করে রইলো পড়ে
প্রতিমার অঙ্গ সুষমা মেখে
আঘ্রাত আনত বুকের 'পরে
এখনও তো বাজছে
একটানা বেজেই চলেছে
সারেঙ্গির প্রতিটা রাগিণী
রাগমোচনের তালে তালে
নিস্তব্ধ পাথর প্রতিমার অন্তরে
সত্যিকারের জমাট নিটোল
ভালোবাসা যে
পারলে পাথরেও প্রাণ সঞ্চরে
Comments