ফল্গু নদীতে _ যুগলবন্দী

ফল্গু নদীতে
-_-_-_-_-_-_-

ঝগড়া দিয়ে শুরু বলে
বন্ধু ভাবেনি তাকে মন

বয়েছে শুধু আনমনে
দূরত্ব ঢেউ বাঁচিয়ে

তবুও,
উপনদী ভালোবাসা
ছুটেছে পাশেপাশে

বাঁধ ভাঙা বৃষ্টি আর
বন্ধুত্বের ডালি নিয়ে

পূর্ণ করেছে
মরা গাঙের শূন্যতা
কানায় কানায়

বর্ষা ভরা নদীর মতো
সরপড়া মলিনতার শ্যাওলা
সরে গেছে হলুদ পাতায়

অনেকটা না পাওয়ার
জটলা অভিমান
বহু দূরে ভেসে গেছে

মিলেছে নদীর জোট
একাকার হয়ে

গড়েছে নতুন দ্বীপ
সবুজে যৌবনে

কে বলে
ফোটেনা নাকি ফুল
জীবনের রুক্ষ মরুতে

প্রেম কি পারে
আর
কি পারে না

তা জানে একা
ভালোবাসা আর
অনেকটা বিশ্বাস

সর্বস্ব বইতে থাকে
তরাইয়ের ফল্গু নদীতে

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি