চোখের জল
যদি কাউকে পেতে চাই
বালিশের পাশে
নিজের একান্ততম কাছে
তবে রাখতে হবে ধরে
তার তার চুলের সুবাস
আর মুঠোভর্তি হাসি
সময়ে অসময়ে
আর যোগাতে হবে তাকে
আনন্দ গান অফুরান
কারণ সত্যি তো এটাই যে
চোখের আপনতম জলের ফোঁটাও
নিজের চোখের এক কোণে
থাকার অনুমতি পায় নি কখনো
একটু বিচলিত হলেই
তাকে গড়িয়ে চলে যেতে হয়
অসীমতার বাষ্পে
গালের উষ্ণ উত্তাপে মিশে
@ রাজেন্দ্র
Comments