গালিবের গজল থেকে

একটা লেখা শেয়ার করছি ____

আমার প্রিয়তম মানুষ __ গালিব __ বলেছিলেন,

মুস্কান্ বানায়ে রাখ্খো তো
সব্ সাথ্ হ্যায় গালিব ।

বড়না আঁশুয়ো কো তো
আঁখোমে ভি পনহা নেহি মিলতি ।।

*************************************

এরপর আমি লিখলাম কিছু লাইন ___
*******************

যদি কাউকে পেতে চাই
বালিশের পাশে
নিজের একান্ততম কাছে

তবে রাখতে হবে ধরে
তার তার চুলের সুবাস
আর মুঠোভর্তি হাসি
সময়ে অসময়ে

আর যোগাতে হবে তাকে
আনন্দ গান অফুরান
যেন সবকিছু বেশ ভালো আছে

কারণ সত্যি তো এটাই যে
চোখের আপনতম জলের ফোঁটাও
থাকার অনুমতি পায় নি কখনো
নিজের চোখের এক কোণে

একটু বিচলিত হলেই
তাকে গড়িয়ে চলে যেতে হয়
অসীমতার বাষ্পে
গালের উষ্ণ উত্তাপে মিশে
ঘর ভাঙা তোমার আমার মনে

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি