নাঙ্গেলি

নাঙ্গেলি ৩৫ বছরের গরীব সুন্দরী দলিত রমনী নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে স্তনগুলো তুলে দেন রাজার পেয়াদাদের হাতে
২০০ বছর আগে কেরালায় দলিত মহিলাদের স্তন ঢাকলে স্তন কর দিতে হত
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
সে অনেককাল আগের কথা। প্রায় ২০০ বছর আগে কেরালার ত্রাভানকোরের রাজা প্রজাদের ওপর আরোপ করতেন অদ্ভুত সব কর। বিশেষ করে নিম্নবর্ণের ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমজীবী মানুষের করের টাকায় সম্পদের পাহাড় গড়ে তুলতেন এই রাজারা।
সে সময় ওই রাজ্যের নারীপুরুষ নির্বিশেষে সবার জন্য অলঙ্কার পরা, পুরুষের জন্য গোঁফ রাখা ও নারীর জন্য ঊর্ধ্বাঙ্গে পোশাক পরার জন্য কর দিতে হতো। নারীর স্তনের আকার অনুযায়ী নির্ধারিত এই করকে বলা হতো মুলাক্কারাম।
নিম্নবর্ণের মানুষকে অসম্মানিত করতেই প্রচলিত হয়েছিল এই আইন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকলে নিম্নবর্গ ও আদিবাসীদের সহজে চিহ্নিত করা যেতো। ফলে শরীর ঢাকতে হলে, অর্থাৎ সমাজের সাধারণ বা উঁচুতলার মানুষের মত পরিচ্ছদ নিতে হলে বাড়তি কর দিয়ে কিনে নিতে হতো আত্মমর্যাদা।
নাঙ্গেলি ছিলেন চেরথালা শহরের বাসিন্দা। সে শহরের তরুণীরা নিজেদের রূপলাবণ্য নিয়ে বিব্রত হয়ে থাকতেন। রাজার আদেশের বিরুদ্ধে যাওয়ার সাহস তাদের কারোরই ছিল না। ফলে সৌন্দর্য তাদের জন্য অভিশাপ হয়ে দেখা দিতো।
কিন্তু নাঙ্গেলি ছিলেন অন্যরকম। তার সম্পর্কে যে সব গল্পকথা শোনা যায়, তাতে বলা হয়, ৩৫ বছর বয়েসেও নাঙ্গেলি ছিলেন অপূর্ব সুন্দরী। কিন্তু নিজের রূপ ও সুষমাকে অভিশাপ বলে মেনে নিতে রাজি ছিলেন না তিনি। দরিদ্র পরিবারের ভাতকাপড় জোগাতে তাকে প্রায়ই ঘরের বাইরে যেতে হতো।
ফলে তার মুলাক্কারাম বা স্তনকর জমে যায় অনেক। রাজার লোকেরা বারবার তার বাড়ী গিয়ে করের টাকার জন্য তাগাদা দিতে শুরু করে।কিন্তু দরিদ্র পরিবারের নাঙ্গেলি এতগুলো টাকা একসঙ্গে দিতে পারেন না। তিনি কর সংগ্রহকারীদের অপেক্ষা করতে বলেন।মেঝেতে একটা কলাপাতা বিছিয়ে একটি প্রদীপ জ্বালেন। গৃহদেবতার সামনে প্রার্থনা করেন ও প্রার্থনা শেষ করে কাটারির কোপ দিয়ে একে একে নিজের দুই স্তন কেটে ফেলেন। এরপর কলাপাতায় মুড়ে স্তনগুলো তুলে দেন রাজার পেয়াদাদের হাতে।  
স্তন কেটে ফেলায় অতিরিক্ত রক্তপাতে নাঙ্গেলির মৃত্যু হয়। শেষকৃত্যের সময় নাঙ্গেলির প্রেমময় স্বামী নিজেও ঝাপিয়ে পড়েন জ্বলন্ত চিতায়। ভারতের ইতিহাসে কোন পুরুষের স্ত্রীর সঙ্গে সহমরণে যাওয়ার ঘটনা ওই প্রথম, ওই শেষ।
এই ঘটনার কথা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে পুরো ভারতে। ক্ষোভে ফেটে পড়ে মানুষ। তুলে নেওয়া হয় অন্যায় স্তনকরের নিয়ম।

http://www.banglatribune.com/foreign/news/84717/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%B2%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80

https://en.wikipedia.org/wiki/Nangeli

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি