আফজাল দাদা to me
একদম নয়। খুব সহজভাবে নাও। সহজভাবে ভাবো। সাধারণ শব্দ সাধারণ ভাবে প্রয়োগ কর । দেখবে অন্য মাত্রা পেয়ে যাবে ।। তুমি যখন লিখতে শুরু কর তখন তোমার কাছে থাকে একটি কলম বা মোবাইলের টাইপ বোর্ড বা একটি সাদা কাগজ । তুমি জানো না কী লিখবে কেমন ভাবে লিখবে । শুধু কিছু ভাবনার স্পন্দন মনের ভিতরে vibrate করে । সেই যে শূন্য অবস্থান থেকে শুরু করছো আর পুরো ব্যাপারটাই nothingness. তুমি কোনদিকে যাবে স্পষ্ট নয় । কিন্তু লিখতে লিখতে তুমি চলে যাচ্ছ এদিক সেদিক নির্দিষ্টহীন। যখন লেখা শেষ হল তুমি নিজেও জানতে না এরকমটা লিখবে বলে।। এটাই হচ্ছে nothingness. শূন্য অবস্থান থেকে শুরু করে সব কিছুকে ধরে রাখা। । @। রাজেন্দ্র
[10/08 13:34] +91 86419 11415: ঠিক। আফজলদা যা বললেন একদম সঠিক কথা।লেখার শুরুতে অনেক সময় এরকম হয় ।যে কী লিখবো জানিনা।কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে আসে ক
[10/08 13:34] কুমারেশ দা: Literal meaning k chapiye annyo aarther janmo habar modhyei kabitai sabdo byaboharer safollo
[10/08 13:38] +91 86419 11415: নিজের unique style/signature style তৈরির আগে নিজের ভীত টা শক্ত করে উচিত।।
[10/08 13:38] আফজাল আলি: অত গভীরে যাওয়ার এই মুহূর্তে দরকার নেই । অত মানে link এসব খোঁজার প্রয়োজন নেই । তোমার ভাবনা তোমার মতো । সেরকমই লেখো।। যা ভাববে straight লিখবে । লিখতে লিখতে গভীরতা চলে আসে । তাছাড়া প্রতিটা শব্দ নিজে নিজেই গভীর । খিস্তি গালাগাল ছাড়া ।। ওগুলো নিয়ে খুব ভাবিনি ।।
Comments