বীরভোগ্যা
সামশুলদের আমবাগানের
পুরানো দরমা ঘরের খুপরির ভিতর
বসুন্ধরা বীরের ভোগ্য নাকি ভোগ্যা
এ নিয়ে গুরুমশাই বেত ভেঙেছেন
বছরের পর বছর
এখনও ভাঙছেন কখনো
চশমার ডাঁটি খুলে
নিরীহ চপেটাঘাতে
কখনো বা মিড ডের
লাঞ্চ মেরে শেষ পাতে
ভাবনারা তবু হয়নি
এখনো শেষ
এই আমি সবকিছু
অবহেলায় ফেলে যেমন
বাঁচতে শিখছি বেশ
_____ @ রাজেন্দ্র
Comments