একলা বিপ্লব
আমার রোজকার দেখা
আধভাঙা ব্রীজের উপর
হেলায় দাঁড়িয়ে থাকা তুমি
একদিন প্রশ্ন ছুঁড়েছিলে
আমার না পোষা কাঠবিড়ালীর
নিষিদ্ধ ওমের পরশ ছুঁতে
শুনেছিলাম আমি সেদিন
বুনো হাঁসের ডানার ঝাপট
কপট বাতাসের ফাটলে
বাস লরির চাকায় ওড়া
ঝাপসা ধূলোয় মিশে যাওয়া
নেলপালিশের ধারালো রঙিন গন্ধ
এখন তো অনেকটাই মলিন
শুনেছি দ্য ভিঞ্চির বুভুক্ষু
এখন নাকি গ্রাস করেছে
তোমার সমস্ত কলরব
আর এখন শুধুই রয়ে গেছে
আমার সমগ্রতার একলা বিপ্লব
Comments