উষ্ণতা
কোনও একদিন
কোনও এক ভেজা সন্ধ্যায়
মনে পড়েছিলে তুমি
ভালোবাসা ছোঁয়া
কফির উত্তাপে
গোলাপি ঠোঁটের
আলগা নিঃশ্বাসে
রু .....
বসেছিল সেদিন অন্য কেউ
আমার মুখোমুখি
চেয়ার টেনে
টেবিলের কোণে রাখা
আমার হাতের উষ্ণতা
সেদিন বোঝেনি কেউ
যতটা পেয়েছিলে তুমি
অন্তহীন বিশ্বাসে ...
_____ @ রাজেন্দ্র
Comments of কবিতা পাক্ষিক What's App Group ___
[10/08 08:29] মুরারী সিংহ: রাজেন্দ্র তোমার ভাবনা ও আবেগগুলো সৎ। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ভেবে দেখো শুধুমাত্র সততা থাকলেই কি কবিতা হবে।
[10/08 09:14] আফজাল আলি: কবিতায় nothingness নিয়ে সেভাবে আগে কোথাও আলোচনা হয় নি। আমরা এখানে প্রথম নিয়ে আসি এবং তা নিয়ে বেশ খোলামেলা কথা হয়ে ছিল ।। আজ ফেসবুকে যখন দেখি এক নামকরা কবি বলছেন nothingness হচ্ছে ভালো কবিতার চাবিকাঠি এবং সিলেবাসের বাইরে হাঁটার কথা বলছেন তখন তো মনে হচ্ছে আমরা সার্থক ।।
একটা গাছ বড়ো হয়ে ডালপালা ছড়াবে এটাই প্রকৃতির নিয়ম এবং স্বাভাবিক ।। কিন্তু গাছ কখনও মাটিকে অস্বীকার করে না - এটাও প্রকৃতির নিয়ম এবং স্বাভাবিক
[10/08 09:41] মুরারী সিংহ: রাজেন্দ্র তুমি যেটা দেখছ সেটা একপেশে। দেখাটাকে জমিয়ে রাখো। তারপর দেখার বাইরে বেরিয়ে তার সঙ্গে তোমার নাদেখাগুলোও মেশাও। ভাবনা ও তার প্রকাশকে তোমার মতো করে বহুরৈখিক করার চেষ্টা করো। দেখো ব্যপারটা কেমন দাঁড়ায়।
[10/08 09:45] মুরারী সিংহ:
সামুদ্রিক
তোমাকে আমার বানাতে যেটুকু জ্বর লাগে
তার পাশেই এ-দিগন্ত থেকে ও-দিগন্ত
শুয়ে আছে রেলপথ পথের পাশে রাইসমিল
গরম কফির হাত ধরে একবার আসবে নাকি
ধান-ভাপানোর অন্দরমহলে
সেখানে যত নাচ গান ও আঁকা
তোমার শান্তিনিকেতনি ঝোলা থেকে
তাদের সমর্থনে
নাহয় রাখলে কিছু সামুদ্রিক
[10/08 09:50] আফজাল আলি: মুরারিদা যেটা বললেন ওটাই nothingness. @ রাজেন্দ্র
[10/08 09:54] মুরারী সিংহ: রাজেন্দ্র যার মধ্যে একই সঙ্গে সব কিছুই আছে আবার কোনো কিছুই নেই, এক কথায় সেটাই নাথিংনেস ...
Comments