মনের মানুষ
মনের মানুষ __ রাজেন্দ্র
লালন সাঁই এর একতারা
স্বপ্নে দেখলাম কাল
কেউ যেন রেখেছিল টাঙিয়ে
মাথার উপর
খোলা জানালা বেয়ে
চাঁদের আলো মেখে
গিয়েছিল উড়ে জোনাকিরা
গত রাতে দল বেঁধে
নাগকেশর আর ছাতিমের
উগ্রতা লেপ্টে গেছিল
একে অপরের সহবাসে
ইন্দ্রিয় সচেতন আত্মসুখ
তখনও হন্নে হয়ে খুঁজে ফিরছিল
ভাবনায় হারানো মানুষ
আমার "মনের মানুষ"
Comments